শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলে এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
শুক্রবার উত্তর ২৪ পরগনার শ্যামনগর ফিডার রোডের অন্নপূর্ণা কটন মিলে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মিল চত্বরে। শ্যামনগর গুড়দহ নতুন পল্লী এলাকার বাসিন্দা দীপক কুমার রায়(৫৭) অন্যান্য দিনের মতো এদিনও কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দুপুর নাগাদ দীপক বাবুর সহকর্মীরা বাড়িতে ফোন করে জানায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।এরপর তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পরিবারের অভিযোগ মিলে উপযুক্ত চিকিৎসার পরিকাঠামো নেই সে কারণেই উপযুক্ত চিকিৎসার অভাবে এবং মিল কর্তৃপক্ষের উদাসীনতার ফলেই দীপক বাবুর মৃত্যু হয়েছে। তাই দীপক বাবুর পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ এর দাবি জানানো হয়েছে। এ ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
No comments