পূর্ব মেদিনীপুরের দাঁড়িয়ালা গ্রামে দুঃস্থদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
পূর্ব মেদিনীপুর জেলার দাঁড়িয়ালা গ্রামের নেতাজি যুব সংঘের উদ্যোগে এবং সমাজসেবী তথা পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরির সহযোগিতায় প্রায় ১০০ জন দুঃস্থ মানুষকে খাদ্যসামগ্রী প্রদান এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিপল তুলে দেন সংস্থার সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলার তথা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুপ্রকাশ গিরি। লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতের শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা জানান। সংস্থার সদস্যরা জানান যে আমফান ঝড় এবং করোনার কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। দীর্ঘদিন কাজকর্ম সমস্ত বন্ধ। তাই তাদের পাশে আমরা দাঁড়িয়েছি।
No comments