খড়দহ রাজা রোড মোড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার খরদহ বিটি রোডের রাজা রোড মোড়ে বাস স্ট্যান্ড এর পেছনে শনিবার একটি গাছ থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। এদিন সকালে স্থানীয় প্রাতঃভ্রমণকারীরা দেখতে পায় এই ঝুলন্ত মৃতদেহ। সাথে সাথেই খবর দেওয়া হয় খড়দহ থানায়। খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমায় রাজা রোড মোড়ে। খড়দহ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে জানা যায় মৃত ওই যুবকের নাম কৃষ্ণা শর্মা(২৭) স্থানীয় দু'নম্বর সুভাষ নগর অঞ্চলের বাসিন্দা। কৃষ্ণা কখনো অটো রিক্সা কখনো টোটো চালাত। তবে কি কারণে এই মৃত্যু তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। খড়দহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
No comments