তমলুক ব্লকের শ্রীরামপুরের নাট্যসংস্থা "আমরা নাট্যকর্মী"র উদ্যোগে পট শিল্পীদের খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: " শিল্পীর পাশে শিল্পী " এই বার্তাকে সামনে নিয়ে রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের অন্তর্গত শ্রীরামপুরের নাট্যসংস্থা " আমরা নাট্য কর্মীর" উদ্যোগে চন্ডিপুর ব্লকের হাবিচক পটচিত্র শিল্পীদের হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী।এদিন ৭০ টি পটশিল্পী পরিবারের হাতে তুলে দেয় খাদ্যসামগ্রী ও ফলের গাছ। এদিন এই এলসকার জন্য সাথে দেওয়া হয় ২৫ টি ফলকর গাছ । আমফানে অনেক গাছ ক্ষতি হওয়ায় শ্রীরামপুরের নাট্যগোষ্ঠীর এই বিশেষ প্রচেষ্টা ।
বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন লকডাউন তারপর আমফান ঝড়ের কারনে প্রত্যেকেই ক্ষতিগ্রস্থ তাই কিছু মানুষ আছেন যারা এখন খুব অসহায়। চন্ডিপুর এলাকার হাবিচক পটচিত্র শিল্পীরা এখন গভীর সংকটে,পটচিত্র বিক্রি হচ্ছে না তার উপর ঝড় এসে মাথার ছাদ টাও নিয়ে চলে গেছে।এই দুরবস্থায় আমরা নাট্য কর্মী ওই সব শিল্পদের পাশে যতটা পারি খাদ্য সামগ্রী নিয়ে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এমনটাই জানালেন শ্রীরামপুর নাট্যদলের কর্মীদের।শিল্পীরা আরো জানান,এই দুঃসময়ে শিল্পীদের পাশে যদি শিল্পীরা না দাঁড়াতে পারি তাহলে কিসের শিল্পী!
No comments