বিজেপির বিরুদ্ধে সরব হলেন তপন বিধানসভার তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: আজ দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধানসভার বিধায়ক বাচ্চু হাসদা জেলার সার্বিক উন্নয়ন ও বিজেপির অপপ্রচার নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন।পাশাপাশি করোনা ও আমফন মোকাবিলায় রাজ্য সরকারের পদক্ষেপের বিষয়েও আলোকপাত করে বিরোধীদের তুলোধনা করেন তিনি। তিনি তার দলের সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন্ মুলক কাজের ব্যাপারে ভূয়সী প্রশংসা করে বলেন রাজ্যকে তিনি উন্নয়নের জোয়াড়ে ভাসিয়ে দিয়েছেন।
প্রশ্নোত্তর পর্বে তাকে নানান বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি জেলায় তার প্রাসাদপোম বাড়ির ব্যাপারে জোর চর্চা হয়ে চলেছে বলে তার জবাব চাইলে বিধায়ক বলেন এটা তার স্থায়ি সম্পত্তি। লুকিয়ে চুড়িয়ে কিছুই করেন নি। নিজের অর্জিত শিক্ষকতার মাইনে থেকেই করেছেন।উল্লেখ থাকে ২০১১ সালে হাই স্কুলের শিক্ষকতা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন।
No comments