Recent comments

ads header

Breaking News

ভোপাল থেকে গঙ্গারামপুরে ফিরে তাঁবু খাটিয়ে নিজেরাই তৈরি করল কোরাইন্টাইন সেন্টার

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: ৫০ হাজার টাকায় গাড়ি ভাড়া করে মধ্যপ্রদেশের ভোপাল থেকে গঙ্গারামপুরে ফিরলো ৫ পরিযায়ী শ্রমিক,তাদের আশ্রয় হলো জঙ্গলের একটি অস্থায়ী তাঁবুতে।গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেখানেই দিন কাটছে তাদের দিন. জানা গেছে ওই ৫জন পরিযায়ী শ্রমিক গঙ্গারামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাদিহাট পালপাড়া এলাকার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে মধ্যপ্রদেশের ভোপালে যায় মাটির টপ ও ফুলদানি বিক্রি করতে। সেখানে ঠিক ঠাক ভাবেই চলছিল তাদের কাজকর্ম।  কিন্তু করোনা মোকাবিলায় গত ২মাস ধরে চলছে লকডাউন আর তার জেরেই সমস্যায় পড়েছে এই পরিযায়ী শ্রমিকেরা। লকডাউনের ফলে সেখানে কাজ কর্ম হারিয়ে চরম সমস্যায় পড়েছিল। কিন্তু গত ২ মাস পরে লকডাউন কিছুটা শিথিল হতেই প্রায় ৫০ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে মধ্যপ্রদেশের ভোপাল থেকে  ওই ৫জন পরিযায়ী শ্রমিক ফেরে গঙ্গারামপুরে। চিকিৎসকেরা তাদের প্রাথমিক স্বাস্থ পরীক্ষার পরে ১৪দিন হোম করেন্টাইনে থাকার নির্দেশ দেন. সেই মতো তারা বাড়ি থেকে কিছুটা দূরে তাবু টাঙিয়ে আশ্রয় গ্রহণ করে. গত কয়েকদিন ধরে সেখানেই তাদের দিন কাটছে। যদিও এদিন ওই ৫ পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করে কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস। 

No comments