আমফান ঝড়ে পড়ে যাওয়া বট গাছ পুনঃস্থাপন করা হল পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ততে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার 5 নং ওয়ার্ড এলাকায় সম্প্রতি আমফান ঝড়ে শতবছরেরও বেশী একটি প্রাচীন বটবৃক্ষ ঝড়ের দাপটে উল্টে পড়ে যায়।তাম্রলিপ্ত প্রাচীন শহরের বহু ইতিহাসের সাক্ষীও বলা যেতে পারে।এলাকার শুভবুদ্ধি সম্পন্ম মানুষের প্রচেষ্টায় উদ্যোগ নেওয়া শুরু হয়, কিভাবে এই প্রাচীন গাছটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়।বিষয়টি তারপর জেলাশাসক থেকে পৌরসভা সমস্ত জায়গায় আবেদন নিবেদন করার পর,মঙ্গলবার সকাল থেকে চলে বটবৃক্ষটি পুনঃস্থাপন করার প্রস্তুতি।অবশেষে তমলুকের এই প্রাচীন গাছটিকে পরিস্কার করে, প্রয়জনীয় ব্যবস্থা গ্রহন করে রীতিমতো শাঁখ উলুধ্বনীর মধ্যদিয়ে শতাধিক বছরের প্রাচীন গাছটিকে পুনঃস্থাপন করা। এদিন এই বৃক্ষ পুনঃস্থাপনে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক ও সমাজসেবী ব্রম্ভময় নন্দ।প্রশাসনের ডহায়তায় এমনই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাম্রলিপ্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার পৌরবাসীরা।
No comments