Breaking News

বালুরঘাট ব্লকের বোয়ালদাড় অঞ্চলের শতাব্দী প্রাচীন চৌধুরী বাড়ির ৬ রথের চাকা এবার ঘুরবেনা

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় অঞ্চলের শতাব্দীপ্রাচীন চৌধুরী বাড়ির ৬ রথ করোনা সংকটের জেড়ে এবার বন্ধ হয়ে গেল। বোয়ালদাড় অঞ্চলের চৌধুরী বাড়ির থেকে একসঙ্গে ছয় টি বের হয়।  আর এই ছয় রথ দেখতে যেমন জনসমাগম হয় ভালোই। কিন্তু এই বছর করো না সংকটের দিলে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চৌধুরীবাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা। জানা গেছে এই বছর মাত্র কয়েক মিনিটের জন্য নিয়ম পালনের উদ্দেশ্যে একটি রথ বের করবে চৌধুরী বাড়ির সদস্যরা। জানা গেছে এই বছর তারা ৬ টি রথের পরিবর্তে তারা একটি রথ বের করবে এবং এবং সম্পূর্ণ সরকারি নির্দেশ মেনে শুধু পরিবারের সদস্যরা এবং কিছু ভক্তদের নিয়ে কয়েক মিনিটের জন্য রথ টানবে বলে জানা গেছে। পাশাপাশি আরও জানা গেছে তারা এই রথে অন্যান্য বারের মতো সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে দেবেন না কোনো সংকটের জেরে। নিজেরাও তারা অল্প কিছুক্ষণের জন্য রথের দড়ি টান বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। আর এই কারনেই মন খারাপ বোয়ালদাড় অঞ্চলের মানুষের।

No comments