Recent comments

ads header

Breaking News

শিলিগুড়ি মহকুমার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। এদিন প্রথমে তিনি বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।এরপর হাতিঘিসার কোয়ারান্টাই সেন্টারের পর তিনি নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। এর পাশাপাশি কথা বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও সাফাই কর্মীর অভাব রয়েছে। এবং এখানে এক্স-রে মেশিন নেই। অপরদিকে তিনবছরে ২৭ জন কর্মী রিটায়ার্ড রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গায় কাউকে নেওয়া হয়নি। এই সব বিষয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো। তিনি আরও বলেন যে দুমাসে পশ্চিমবঙ্গে ২৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে। এবং শুধু মাত্র উওরবঙে ৫০০ শতাংশ সংক্রমণ বেড়েছে। যেসব জিনিস করা দরকার ছিল সেই সব না করে রাজ্য সরকার তথ্য গোপন করতে ব্যাস্ত হয়ে পড়ে। তবে এখনও সময় আছে আমাদের কোভিড ১৯ এর সাথে লড়াই করার জন্য। এরপর সেখান থেকে চলে যান খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল। এরপর সোজা চলে যায় ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এবং সেখান পুরো স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন। এর পাশাপাশি বেশ কিছুক্ষণ কথা বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নকশালবাড়ি,খড়িবাড়ির মতো এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক,স্টাফ ও সাফাই কর্মীর অভাব রয়েছে। এবং গত তিন বছর ধরে কর্মীরা রিটায়ার্ড হচ্ছে। কিন্তু এর পরে আর কোন নিয়োগ করা হয়নি সেটাই আমি বুঝতে পারছিনা।

No comments