Recent comments

ads header

Breaking News

ব্যারাকপুর কোর্ট বয়কট করল আইনজীবীরা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: আজ ব্যারাকপুর কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্যারাকপুর কোর্টের "অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট" বয়কট করলো আইনজীবিরা।  তাদের মূল অভিযোগ কোর্টের সরকারি উকিলরা প্রায় মীমাংসা হয়ে যাওয়া মামলায়, শেষ সময়ে এসে বাধা দিয়ে আসামিদের কোনমতেই বেল হতে দিচ্ছেন না।যে সমস্ত কেসে বেল হয়ে যাওয়ার কথা সেই সমস্ত কেসে শুধুমাত্র সরকারি উকিল দের বাধা দেওয়ার জন্য বেল হচ্ছে না। এর ফলে বেল পেয়ে যাওয়া আসামিরা এখন অব্দি বেল পাচ্ছেন না এবং গত তিন মাস ধরে জেলেই দিন কাটাচ্ছে তারা। এরই প্রতিবাদে আজ আইনজীবীরা কোর্ট বয়কট করল।

 যদিও সরকারি আইনজীবীর পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বলেছেন এরকম ভাবে কোনো সিদ্ধান্ত বা কোন  মামলায় তারা অন্যায় ভাবে হস্তক্ষেপ করেননি। যদিও সঠিক বিচার দেওয়া না দেওয়া বিচারকের উপর নির্ভর করে।

তবে এই ঘটনায় আইনজীবিরা বয়কট করায়, বন্ধ হয়ে যায় বিচার ব্যবস্থা। সরকারি আইনজীবিদের দীর্ঘক্ষন ঘেরাও করে রাখে আইনজীবিরা। 

No comments