বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
গোপন সূত্র মারফত খবর পেয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ।
বৃহস্পতিবার, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে।
জানা যায় গোপন সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ বংশীহারী থানার এএসআই তাপস রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী বুনিয়াদপুর বাস বাসস্ট্যান্ডে শিলিগুড়ি থেকে বালুরঘাট গামী ওমদিয়া বাস থেকে ২টি ব্যাগ সমেত মোট সাড়ে ৪কেজি গাঁজা উদ্ধার করে।
যদিও ব্যাগের মালিককে খুঁজে পাওয়া যায়নি।
এত পরিমাণ গাঁজা কে বা কারা পাচারের উদ্দেশ্যে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল,পুরো ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।
পাশাপাশি, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানান মাদকদ্রব্য পাচার রুখতে ভবিষ্যতেও এভাবেই অভিযান জারি থাকবে।
পাশাপাশি পুলিশ প্রশাসনের এই সদর্থক ভূমিকা গ্রহনে খুশি বুনিয়াদপুর সহ আপামর বংশীহারী ব্লকের বাসিন্দারা।
No comments