Breaking News

নিউটাউনে নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগে ধৃত দুই

সৌভিক সরকার, নিউজ অনলাইন: হোটেলে নিয়ে গিয়ে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই।নিউটাউন সি ই ব্লকের একটি হোটেলের ঘটনা। ধৃত দুজন শুলংগুড়ি ও নন্দন নগরের বাসিন্দা। দুজনকে বাড়ি থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর আজ ভোর বেলায় নিউটাউন থানা এলাকার জ্যোতিনগরের বাসিন্দা এক নাবালিকা এসে অভিযোগ করে যে  দুই জন ও ওই নাবালিকা একটি হোটেলে যায় সেখানে গিয়ে মদ্যপান করে । অভিযোগ এরপরই নাবালিকাকে জোর করে দুই জন মিলে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। এরপর ভোর বেলায় হুশ এলে বাড়িতে গিয়ে পরিবারকে সব কথা জানায়। পরিবারকে সঙ্গে নিয়ে নিউটাউন থানায় এসে অভিযোগ দায়ের করে ওই নাবালিকা।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ভোর বেলাতেই বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে। প্রত্যেকের মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। আগামীকাল ধৃতদের কোর্টে তোলা হবে।

No comments