Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমানের কৈয়র এলাকায় দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এক ব্যবসায়ী

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আমাদের সকলের চেনা গায়ক কিংবদন্তী শিল্পী ভুপেন হাজারিকা, তিনি তাঁর গানের ভাষাতে বলে গেছেন "মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা "?  
বর্তমান সময়ে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াতে চাইলেও যেন প্রাচীর হয়ে দাঁড়িয়েছে নভেল করোনা ভাইরাস। 
তবে এই ভাইরাসের আতঙ্কের মাঝেও অসহায়, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন পূর্ব বর্ধমান জেলার,  কৈয়র অঞ্চলের, আরিন গ্রামের এক ব্যাবসায়ী রথীন রায়। 
লকডাউনের শুরুর প্রথম থেকেই অসহায় মানুষদের মুখে রান্না করা খাবার ছাড়াও খাদ্য দ্রব্য তুলে দিয়েছেন। বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে পৌঁছে দিয়েছেন মধ্যাহ্নের আহার। 
এদিন আবার কৈয়র অঞ্চলের, কৈয়র গ্রামে ১৮০ জন দুঃস্থ, দরিদ্র মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী হিসাবে ছিল চাল, আলু, নুন, সয়াবিন, ও মুড়ি ইত্যাদি।

No comments