সল্টলেকে গাড়ির ধাক্কায় মৃত এক রিক্সা চালক
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বেপরোয়া বিদ্যুৎ দফতরের বোর্ড লাগানো গাড়ির গতির বলি এক রিক্সা চালক। দ্রুত গতিতে এসে রিক্সার পিছনে ধাক্কা। ছিটকে আর একটি গাড়ির ওপর পরে রিক্সা চালক। ঘটনাস্থ্ল সল্টলেকের ২০৬ ফুট ব্রিজের এলাকা। হাসপাতালে নিয়ে গেলে রিক্সা চালককে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর মৃত রিক্সা চালক সুশান্ত রায় বিধাননগর পূর্ব থানার দিক থেকে যাত্রী নামিয়ে ২০৬ স্ট্যান্ড এর দিকে আসার সময় পিছন থেকে বিদ্যুৎ দফতরের বোর্ড লাগানো একটি ফোর্ড গাড়ি পিছন থেকে খুব দ্রুত গতিতে এসে রিক্সার পিছনে ধাক্কা মারে।ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়ির ওপরে পরে ওই রিকশা চালক।স্থানীয়রা ছুটে এসে তাকে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।ঘাতক গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ।
No comments