বারাসাতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত নাবালিকার মেসো
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বছর দশেকের নাবালিকার উপর শারীরিক নির্যাতন মেসোর, হাতেনাতে ধরে মারধর এলাকাবাসীর,পরে পুলিশের হাতে হস্তান্তর স্থানীয়দের।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাত ২৩ নং ওয়ার্ড সত্যনারায়ন পল্লি এলাকায়।স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই বছর দশেকের ওই নাবালিকা কে নির্যাতন করছিলেন পেশায় ইলেক্ট্রনিক কর্মী সম্পর্কে মেসো পাঁচু মন্ডল।নির্যাতিতার মা মানুষের বাড়িতে গৃহস্থালি সাহায্যের কাজ করেন।সেই সুযোগে বাড়িতে এসে এই অপকর্ম করে সে।আজ বাড়িওয়ালা প্রথমে দেখতে পান ও সকলের বিষয়টি গোচরে আনেন।এরপর অভিযুক্ত পাঁচু মন্ডল সংবাদ মাধ্যমের সামনে তার কীর্তির কথা স্বীকার করেন।এরপর উত্তেজিত এলাকার জনতা ক্ষিপ্ত হয়ে মারধর করেন অভিযুক্তকে।এরপর বারাসাত থানার পুলিশ এসে উদ্ধার করে অভিযুক্তকে।
No comments