পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বেসরকারি বাস চালু হলেও দেখা নেই যাত্রীর
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সরকারি নির্দেশে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবহণ ব্যবস্থা। কিন্তু সেভাবে যাত্রী না থাকায় বাস চালাতে গিয়ে সমস্যায় পড়ছে বাস কর্মীরা। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় চালু হয়েছে বেসরকারি বাস পরিষেবা। কিন্তু বাসে যে যাত্রী উঠবে সেভাবে তার দেখা না পাওয়ায় বাস চালানোর ভরসা পাচ্ছে না বাস চালকরা। কিছু স্ট্যান্ডে যাত্রী মিললেও রাস্তায় দেখা নেই যাত্রীর। করোনা মহামারির জন্য সরকার বাস চালানোর জন্য যে বিধিনিষেধ দিয়েছে তাতে করে কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে হবে। কিন্তু সে নিয়ম মেনে বাস চালালেও যাত্রী না থাকায় সমস্যায় পড়েছে বাস কর্মী থেকে মালিকরা। যতই নিয়ম মেনে বাস চলুক যাত্রীরা অনেকেই বাসে উঠতে ভয় পাচ্ছে। যতক্ষণ না ট্রেন চলাচল স্বাভাবিক হয় সে ক্ষেত্রে যাত্রী সংখ্যা না বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হলেও যাত্রী না থাকলে পরবর্তী সময়ে বাস মালিকরা বাস চালাতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়।
No comments