নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে অভিযোগ করেন রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে বিজেপি অপপ্রচার চালাচ্ছে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে এক সাংবাদিক বৈঠক ডাকেন। এদিন বর্তমান রাজ্যসরকার বর্তমান কঠিন পরিস্থিতিতে করোনা ও আমফান ঝড়ের যে দুর্যোগ গেলো তা সঠিক ভাবেই মোকাবিলা করছে।রাজ্যের বিভিন্ন জায়গার মতো নন্দকুমারেও বিধায়কের তত্বাবধানে করোনা মোকাবিলা ও আমফামের ক্ষতিগ্রস্তদের যথাযত সাহায্যের হাত বাড়িয়েদিয়েছেন ও পাশে থেকে মানুষের হয়ে কাজ করেচলেছেন বলে সাংবাদিক বৈঠকে জানান বিধায়ক সুকুমার বাবু।তিনি এও অভিযোগ করেন,এই সময় বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গার মতো নন্দকুমার এলাকাতেও রাজ্যসরকারের বদনাম ও অপপ্রচার চালাচ্ছে।সারাবছর জনগনের পাশে থাকেনা বলেও দাবী করেন।বিধায়ক এদিন সাধারন মানুষের প্রতি আবেদন করেন বর্তমান সরকারের প্রতি ভরসা রাখার।কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।
No comments