পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো একটি ডাম্পার
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো একটি ডাম্পার।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের, বর্ধমান ২ নং জাতীয় সড়কের, উল্লাস মোড়ের অনময় হাসপাতালের কাছে। জানা যায় রবিবার ঝড় বৃষ্টির দরুন একটি গরুকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা। ডাম্পারটি কলকাতা থেকে ইলামবাজার এর দিকে রওনা হচ্ছিলো বলেই সূত্র মারফত জানা জানা যায়। দুর্ঘটনায় হতাহতের খবর না থাকলেও ডাম্পারটির অল্প বিস্তর ক্ষতি হয়েছে।
No comments