Recent comments

ads header

Breaking News

গুরুচাঁদ মন্দিরে চুরির ঘটনায় তৃণমূল-বিজেপি তর্জা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
মন্দিরের কাচের দরজা ভেঙে ঠাকুরের গহনাসহ প্রণামী বাক্স নিয়ে যাওয়ার ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ি গুরুচাঁদ মন্দির। বৃহস্পতিবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান ঠাকুরবাড়ির। ঠাকুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে তারা গুরুচাঁদ মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের কাছে দরজাটি ভাঙা রয়েছে। ঠাকুরের গলার গহনা নেই, প্রণামী বাক্স টি ঠাকুর বাড়ির সামনের মাঠের মধ্যে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।  তাদের দাবি ঠাকুরের গলার গহনা ও প্রনামী বাক্সের প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। এই ঘটনা ঠাকুরবাড়ির পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে শান্তনু ঠাকুর বলেন, গুরুচাঁদ মন্দির এর চুড়ির পিছনে তৃণমূলের মদত রয়েছে। শাসক দলের মত না থাকলে ঠাকুরবাড়িতে এমন ঘটনা ঘটার কোনোভাবেই সম্ভব নয়। পুলিশ 72 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে অনশনে বসার হুংকার দিয়েছেন তিনি।

এ বিষয়ে তৃণমূল নেতা ধ্যানেশ নারায় গুহ বলেন, শান্তনু ঠাকুর এর অভিযোগ সর্বৈব মিথ্যা। তৃণমূল কংগ্রেস চুরির রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তনু ঠাকুর ওই বাড়িতে চোর ডাকাত গাজাখোরদের পোষেন চুরি করলে তারাই করেছে। 


No comments