পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দেশজুড়ে চলছে করোনা সংক্রমণ থেকে বাঁচার লড়াই।লকডাউনের জেরে দিন আনা খাওয়া মানুষরা এক প্রকার কর্মহীন । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ভাবে এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে।আজ পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজারে "রিওয়ার্ড " নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহায়তায় এবং "সিপ্ অবকাশ" সেহারাবাজার সেন্টারের উদ্যোগে 100 টি পরিযায়ী শ্রমিক পরিবারের উদ্দেশ্যে দেওয়া হল খাদ্যদ্রব্য। পাশাপাশি ওই পরিবারের শিশুদের তুলে দেওয়া হলো আঁকার খাতা, রং সহ বিভিন্ন সামগ্রী।
এদিন উপস্থিত "রিওয়ার্ড" এর প্রতিনিধি অভিজিৎ মন্ডল জানান, প্রত্যেক জেলাতেই ফিরে এসেছে প্রচুর পরিযায়ী শ্রমিক এবং ফিরে আসার পর কর্মহীনতা, তাদের পারিবারিক অনটন দেখা দিচ্ছে। এমত অবস্থায় সামান্য কিছু খাদ্যের মাধ্যমে ওই সমস্ত অসহায় কর্মহীন পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছেন। এবং তিনি আরও বলেন, কর্মহীন পরিবারের সাহায্য করতে পেরে এবং অসহায় পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি।
No comments