করোনা আক্রান্ত ছিল রুগী, বন্ধ হল বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনা আক্রান্ত ছিল রুগী l বন্ধ হল বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতাল এর পুরুষ মেডিসিন বিভাগ l
হাসপাতাল সূত্রে খবর ৭ ই জুন বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে জ্বর সর্দি-কাশি নিয়ে ভর্তি হয় গাইঘাটার এক ব্যক্তি l তার লালা রসের নমুনা নেওয়ার পরে ১১ তারিখে করোনা পজেটিভ রিপোর্ট আসে l ইতিমধ্যেই ওই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
No comments