বালুরঘাট ব্লক কৃষি দফতরের উদ্যোগে প্রায় ৩০০ জন কৃষকের মধ্যে বিলি করা হলো উন্নত মানের ধানের বীজ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: করোনা ভাইরাস সংক্রমণের ফলে ও বিধ্বংসী আমফান ঝড় এর ফলে অর্থনৈতিকভাবেে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। তাই অর্থনৈতিক বাধা কাটিয়ে রাজ্যের কৃষকরা যাতে আমন ধান চাষের মরসুমে উন্নত মানের ধানের চাষ করতে পারেন সেই উদ্দেশ্যে উদ্যোগী হয়েছে কৃষি দপ্তর তাই রাজ্যজুড়ে কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বন্টন করছে রাজ্য সরকার। সেই মতই আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক কৃষি দফতরের উদ্যোগে প্রায় 300 জন কৃষকের মধ্যে বিলি করা হলো উন্নত মানের ধানের বীজ। দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা যাতে অর্থনৈতিক বাধা কাটিয়ে আবার উন্নতমানের ধান চাষ করে লাভের মুখ দেখতে পারে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। পাশাপাশি আজ দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরে গিয়ে দেখা গেল যে সমস্ত কৃষকরা কৃষি দপ্তরে আসছেন তাদের থার্মাল স্ক্যানিং করে কৃষি দপ্তরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে কোনো সংক্রমণ ঠেকাতে। রাজ্যের কৃষকদের উন্নতির লক্ষ্যে কৃষি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার কৃষকরা।
No comments