Recent comments

ads header

Breaking News

বালুরঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেল একটি দোকান

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেল একটি দোকান।আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ট্যাংক মোড়ে  বালুরঘাট - শিলিগুড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে।  যদিও প্রবল বৃষ্টির মধ্যে দমকলের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে  আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুন আয়ত্তে আনার আগেই দোকানটি পুড়ে যায়। তবে ভাগ্য ভাল আগুন একটি দোকানকেই গ্রাস করতে পারলেও দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগানোয় আশে পাশে সেই আগুন ছড়িয়ে পড়তে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমান অনেকটাই কম।

জানা গেছে প্রত্যেক দিনের মত ওই স্টেশনারী ও পান বিড়ির দোকানদার  তার দোকান বন্ধ করে বাড়িতে খেতে যান। আজ ও তেমন ভাবে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। বেশ কিছুক্ষন পর আচমকাই ওই বন্ধ দোকান থেকে আগুন সহ ধোয়া বেড়তে দেখেন আশপাশের দোকানদাররা।  এরপরেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি খবর দেয় দমকলকে। এই সময় নামে বৃষ্টি  দমকল আসার আগে দোকানে থাকা বেশ কিছু বাজি ফেটে আগুন গ্রাস করে নেয় দোকানটিকে।দমকল এসে কোনরকমে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই পুড়ে যায় দোকানটি। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ওই দোকানটির মালিক।  তিনি কান্নায় ভেংগে পড়েন।  স্থানিওরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এমনিতেই লকডাউনের জন্য বেশ কিছুদিন দোকান বন্ধ ছিল  যাওবা দোকান খুলল তাও পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ওই ক্ষুদ্র ব্যবসায়ী  বলে স্থানিওরা জানিয়েছেন।

No comments