হুল দিবস পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন,বালুরঘাট: হুল দিবসে আদিবাসি নেতা সিধু মুর্মু আর কানু মুর্মু র ছবিতে মাল্য অর্পন করে তাদের প্রতি শ্রদ্ধা জানালো দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ। আজ বালুরঘাট পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যমে যথা যথ মর্যাদায় এই দুই আদিবাসি নেতার ছবিতে মাল্য দান করে তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও অনান্য জেলা পুলিশের আধিকারিকরা।
৩০ জুন ভারতীয় স্বাধীনতাসংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দিবস, যা ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস নামে পরিচিত
No comments