মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নৈহাটির শিবদাসপুরে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
মা এবং তিন মাসের মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নৈহাটির শিবদাসপুর এলাকায়।সাত বছর আগে শিবদাসপুর এলাকার বাসিন্দা শেখ গাজী মহম্মদের সাথে আমডাংগার বাসিন্দা ঝুনুতাজ বিবির বিয়ে হয়।কিছুদিন ধরে দুইজনার মধ্যে বনিবনা হচ্ছিলো না বলে, এলাকার বাসিন্দা এবং মৃতার ননদের অভিযোগ।যদিও মৃতার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে এবং বাচ্চাটিকে খুন করা হয়েছে।তবে এব্যাপারে মৃতার পরিবার ক্যামেরায় মুখ খুলতে চায়নি। তবে এই ঘটনায় পুলিশ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে।নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখছে, ঝুনুতাজ বিবি এবং তার মেয়ে খুন না ওই মা তার তিন মাসের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন কিনা।তবে আসল ঘটনার তদন্ত চান এলাকার বাসিন্দারা।
No comments