হুল দিবসে কুমারগঞ্জে বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৪০ টি আদিবাসী পরিবার
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: আদিবাসিদের পবিত্র হুল দিবসে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জে তৃনমুল, বাম ও কংগ্রেসের ৪০ টি আদিবাসি পরিবার আজ বিজেপি দলে যোগদান করল।
আজ কুমারগঞ্জের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলিয় কার্যালয়ে কুমারগঞ্জের ওই এলাকা থেকে তৃনমুল, বাম ও কংগ্রেস সমর্থিত আদিবাসি পরিবার পরিজনরা তাদের আগের দল ছেড়ে বিজেপি দলে যোগ দেয়। এই দলবদলের সময় এই ৪০ টি আদিবাসি পরিবারের পরিজনদের হাতে দলের পতাকা তুলে দেন দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি দলের সভাপতি বিনয় বর্মন।
বিজেপি দলের পতাকা ওই আদিবাসি পরিবারের লোকজনদের হাতে তুলে দিয়ে দলে বরন করার পর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন জানান আদিবাসি সমাজের এই পবিত্র দিন টি তে কুমারগঞ্জের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসি সমাজের ৪০ টি পরিবার তৃনমুল, বাম ও কংগ্রেস ছেড়ে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মুলক কাজের প্রতি শ্রদ্ধা ও সেই উন্নয়নের কাজে নিজেরা সামিল হতেই বিজেপি দলে যোগ দিয়েছেন, বলে তিনি জানান।
No comments