তমলুকের সোয়াদিঘী গ্ৰামে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা মজদূর ট্রেডইউনিয়ন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মঙ্গলবার পূর্ব মেদিনীপুর তমলুক বিধানসভার অন্তর্গত সোয়াদিঘী গ্ৰামে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা মজদূর ট্রেডইউনিয়ন।এদিন BJMTU বা ভারতীয় জনতা মজদূর ট্রেডইউনিয়নের জেলা নেতা কাজল আলির উদ্যোগে ৫০টি পরিবারের হাতে এদিন ত্রিপল তুলে দেন। তমলুক সাংগঠনিক জেলার BJMTU সভাপতি কাজল আলি বলেন লকডাউন পরবর্তী সময় থেকে এবং আমফসন পরবর্তী সময় থেকে রাজ্যনেতা বাবান ঘোষের নেতৃত্বে আমরা জেলার বিভিন্ন প্রান্তে মানুষের পাশে থাকার চেষ্টা করছি।এদিন সোয়াদিঘি গ্রামে ৫০ টি সংখ্যালঘু পরিবারের মানুষ BJMTU তে যোগদাম করেন।দলীয় পতাকা তুলেদেন জেলা BJMTU নেতা কাজল আলি।এদিন কাজল বাবু আরো বলেন,মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘী গ্রামটিতে অনুন্নয়নের ছায়া এখনো।রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা এখনো অনেক জায়গায়।আগামীদিন মানুষ আমাদের পাশে থাকবে।এবং রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা মেটাতে আমরা সক্ষম হবো। বজ যেমন ৫০ টি সংখ্যালঘু পরিবার বিজেপির শ্রমিক সংগঠন BJMTU তে যোগদান করলো।আরো বহু মানুষ আমাদের দলের ছাতার তলায় আসবে,শুধু সময়ের অপেক্ষামাত্র।
No comments