Recent comments

ads header

Breaking News

করোনা আবহের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় পালিত হল হুল দিবস

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: 
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সভাকক্ষে উদযাপিত হলো হুল দিবস।এই উপলক্ষে শহীদ বেদীতে মাল্যদান আদিবাসী ও অন্যান্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস শীর্ষক আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এবং পাঁশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতি এই হুল দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, জেলাশাসক পার্থ ঘোষ, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি সহ প্রশাসনিক আধিকারিকরা। আদিবাসীদের রীতিনীতি মেনে অতিথিদের বরণ করা হয়। সিধু মুর্মু ও কানু মুর্মু র প্রতিকৃতিতে মাল্যদান করে হুল দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। হুল দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী মহিলাদের নিত্য ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই করোনা সংক্রমণের আশঙ্কায় মুখে মাক্স পড়ে নৃত্য পরিবেশন করেন।

No comments