রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে বিজেপি অপপ্রচার চালাচ্ছে : ডা: সংগ্রাম কুমার দোলাই, বিধায়ক, ময়না
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ২০৬ ময়না বিধানসভার বিধায়ক ডা. সংগ্রাম কুমার দোলাই একটি সাংবাদিক বৈঠক ডাকেন।মূলত বর্তমান করোনা পরিস্থিতি ও আমফান ঝড় যেভাবে রাজ্যতে প্রভাব পড়েছে তাতে করে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল সরকার সক্রিয়ভাবে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।তার পাশাপাশি ময়না বিধানসভা এলাকাতেও বিধায়ক মানুষের পাশে থেকে সর্বতভাবে কাজ করে চলেছে।তবে এই কঠিন সময়ে বিরোধী বিজেপি অনেকসময় ভুলতথ্য দিয়ে মানুষজনদের অপপ্রচার করছে।কেন্দ্রসরকারের ভুল নিয়মনীতিতে হাঁটছে।পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্য থেকে পাঠানোর বিষয় নিয়েও সমালোচনা করেন বিধায়ক সংগ্রাম বাবু।
No comments