মেছেদা উদয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মেছেদা উদয়ন ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।মেছেদা এ্যাঞ্জেলা ইন সভাকক্ষে রক্তদানের আয়োজন করা হয়।সরকারি নিয়ম বিধি মেনেই এদিন মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষিষ্ট চিকিৎসক বিশ্বনাথ পড়িয়া সহ বিশিষ্টজনেরা। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতেই সংস্থার এই প্রয়াস বলে জানান উদয়নের সভাপতি নির্মল মাইতি।
No comments