পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় প্রায় ১০০ টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন ব্যর্থ করতে পূর্ব বর্ধমানে সুকৌশলে বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১০০ টি পরিবার। বুধবার পূর্ব বর্ধমানের,দক্ষিণ দামোদর এলাকার, দক্ষিণ দামোদর ব্রিক ফিল্ড এসোসিয়েশন হলে আনুষ্ঠানিক ভাবে ১০০ টি পরিবারের প্রায় ৪০০ জন সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ ছাড়াও, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদী সহ তৃণমূল নেতৃত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, "মানুষ বুঝে গিয়েছেন যে, বাংলার উন্নয়ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীই একমাত্র করতে পারেন, তাই এনারা দিদির উন্নয়নের পথে সামিল হলেন। তিনি আরও বলেন, আম্ফান মোকাবিলায় কেন্দ্রীয় সরকার যে টাকা সাহায্য করেছিলেন, সেটা ছাড়াও পশ্চিমবঙ্গ সরকার ৬ হাজার ৩০০ কোটি টাকা দিয়ে আম্ফান ঝড়ের মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত দের পাশে দাঁড়িয়েছেন"।
অপরদিকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, অপার্থিব ইসলাম বলেন ভয়, ভীতি, সন্ত্রাস করে তৃণমূল কাউকে দলে টানে না, আজ যারা যোগ দিলেন তাঁরা স্বেচ্ছায় যোগ দিলেন।
No comments