লাদাখ সীমান্তে চীনের হামলার প্রতিবাদে বারাসাতে বিজেপির বিক্ষোভ অবস্থান
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বৃহস্পতিবার সকালে লাদাখে মৃত বীর সেনানীদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে বারাসাতের হেলাবটতলায় বিজেপি চীনের আগ্রাসী নীতির প্রতি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। ভারত চীন সীমান্ত লাদাখে চীনের হামলার বিরুদ্ধে স্লোগান তুলে চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে বিজেপির বারাসাত উত্তর পৌর মন্ডল চীনের প্রেসিডেন্ট সি জিংপিংয়ের কুশপুত্তলিকা দাহ করে। বিজেপি নেতা বিকাশ কিশোর দাস জানান, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি আশ্চর্যজনক ভাবে চীনের বিরুদ্ধে রাস্তায় নেমে ধিক্কার কর্মসূচি পালন না করে মৌনতা পালন করছে। এদিন বিক্ষোভ সমাবেশ থেকে চীনা পণ্য বর্জন করে দেশীয় শিল্প পুনরুজ্জীবনের ডাক দেওয়া হয় ।।
No comments