করোনার থাবায় স্থগিত পূর্ব বর্ধমানের কালনার মহিমর্দিনী পুজো
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনার থাবায় স্থগিত পূর্ব বর্ধমানের কালনার মহিমর্দিনী পুজো। জানা যায় আনুমানিক ২০০ বছরের অধিক পুরোনো এই পুজো। কালনার মানুষজন অধীর আগ্রহে থাকেন, কবে আসবে মহিষমর্দিনী পুজো। কিন্তু এইবছর বাধ সাধলো করোনা আতঙ্ক। এই পুজোকে কেন্দ্র করে বসতো মেলা, এবছর মেলাও রাখা হলো বন্ধ। মেলা বন্ধ হবার দরুন ক্ষতির মুখে মেলা কেন্দ্রিক ব্যাবসায়ীরা। জানা যায় প্রায় ২০০-২৫০ বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসতো নানা ধরণের দোকান, পুজো ধুমধামে না হওয়ার ফলে মেলাও রাখা হচ্ছে স্থগিত, যার ফলে চিন্তার ভাঁজ কপালে মেলায় আসা দোকানিদের। বহু মানুষের সমাগম হয় এই পুজোয়, এইবছর করোনার ফলে জনসমাগম পুরোপুরি সরকারি ভাবে নিষিদ্ধ থাকায় ছেদ পড়লো কালনা মহিষমর্দিনী পুজোয়। জানা যায় নিয়ম রক্ষার্থে হবে পুজো, সামাজিক দূরত্ব মেনে।
No comments