পাঁশকুড়া ব্লকের সরস্বত্যা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের সরস্বত্যা গ্রামে রঘুনাথবাড়ি অঞ্চল তপশিলী জাতি,উপজাতি,অন্যান্য অনগ্রসর শ্রেনী তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হলো এলাকার দুঃস্থ তপশিলী মানুষদের সহায়তা দান।এদিন রঘুনাথবাড়ি অঞ্চলের প্রধান অজিত সামন্তের উদ্যোগে এই অনুষ্ঠানে খাদ্যসামগ্রী তুলে দেন।তিনি জানান,লকডাউন পরবর্তী সময় থেকে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন।বর্তমানে এই এলাকার দরীদ্র তপশিলী মানুষদের পাশে দাঁড়ানো হলো।অজিত বাবু জানান,আগামীদিনো সাধারন মানুষের পাশে থাকবে তৃনমূল কংগ্রেস।
এদিন প্রথমে ভারতীয় শহীদ জোয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয় নিরাবতা পালন।
No comments