Recent comments

ads header

Breaking News

মেছেদা সৃজন সংস্থার পক্ষ থেকে লাদাখ সীমান্তে মৃত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ মেচেদায় স্বেচ্ছাসেবী সংস্থা সৃজনের পক্ষ থেকে ভারত মাতার বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানালো হলো। সেই উদ্যেশ্যে ক্যান্ডেল মার্চ করে ওই সংস্থার সদস্য ও সদস্যারা। মোমবাতির আগুনে শপথ গ্রহণ হলো নতুন করে চিনা দ্রব্য ক্রয় নয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কর্নেল এম এন পান্ডে। চিনা সামগ্রী পুড়িয়েও প্রতীকী প্রতিবাদ জানানো হয়।  পথচারী ও দোকানদাররাও  শ্রদ্ধাঞ্জলি জানাতে মোমবাতি জ্বালেন।

No comments