Breaking News

আত্মবলিদান দিবস উপলক্ষ্যে ব্যারাকপুরে বিজেপির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

সৌভিক সরকার, নিউজ অনলাইন: আজ আত্মবলিদান দিবস উপলক্ষে বিজেপির ব্যারাকপুর পূর্ব মন্ডল সভানেত্রী শ্রীমতি জয়ন্তী পালের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ তথা রাজ্য সহ সভাপতি শ্রী অর্জুন সিং মহাশয় , জেলা সভাপতি শ্রী উমা শঙ্কর সিং মহাশয়, রাজ্য SC মোর্চা সভাপতি তথা বাগদা বিধানসভার বিধায়ক শ্রী দুলাল বর, রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পাল , টিটাগড়ের বিদায়ী কাউন্সিলর মনীশ শুক্লা মহাশয়, ব্যারাকপুর কোর্টের বার কাউন্সিলরের সম্পাদক রবীন ভট্টাচার্য মহাশয়, এছাড়াও অনির্বান সরকার , সুরজিৎ দাস, মৌ গুপ্তা , রমেশ রাও,সুপ্রিয় দে,অলোক জানা সহ অন্যান্য মন্ডল ও জেলা নেতৃত্ববৃন্দ।

No comments