করোনা আবহে এবার আরম্ভরহীন কাঁকিনাড়া রথতলা বাজারের রথের মেলা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রথতলা বাজার জগন্নাথ দেবের মন্দির এর পুজো এবং রথের মেলা শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে আজও।রথযাত্রা উপলক্ষে কাঁকিনাড়া রথতলা এলাকায় ৯ দিন ধরে জগন্নাথ দেবের মন্দিরে পুজো ও রথের মেলায় উৎসবের চেহারা নেয়। প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে।কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে প্রচুর সংখ্যক জামায়াতকে এড়িয়ে যাওয়ার জন্য এই রথের মেলা ওরথ টানা স্থগিত রাখা হয়েছে।শুধুমাত্র মন্দিরে জগন্নাথ বলরাম শুভদ্রা মূর্তি নিয়ে এসে পুজো করা হবে। পুণ্যার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে একজন একজন করে পুজো দিতে পারবেন বলে জানানো হয়েছে মেলা ও মন্দির কমিটির উদ্যোক্তা রথতলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।
No comments