চার দফা দাবিতে যৌথভাবে মহেশতলা পৌরসভা অভিযান বাম ও কংগ্রেসের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আজ বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে চার দফা দাবিতে মহেশতলা পৌরসভা অভিযান করল। অভিযানে উভয় দলের কয়েকশো কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিলো। বাটা মোড় থেকে মিছিল করে পৌরসভা পর্যন্ত গিয়ে চার সদস্যের একটি দল পৌরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস মহাশয় কে ডেপুটেশন জমা দেয়। এই মিছিল পৌরসভার কাছে পৌঁছে একটি পথসভার আয়োজন করায় বেশ খানিকক্ষণ বজবজ ট্রাঙ্ক রোড অবরুদ্ধ হয়ে যায়। পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক দুলাল চন্দ্র দাস মহাশয় বলেন "যে বিষয়গুলি নিয়ে এরা ডেপুটেশন জমা দিয়েছে সেগুলি ইতিমধ্যেই আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ কার্যত তাদের যে চার দফা দাবি ছিল সেই দাবি মেনে নিলেও খুব দ্রুত তার সমাধান হবে বলে উনি আমাদেরকে জানান।"
No comments