সেহারাবাজার শ্রীধর বাসস্ট্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত ২
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:আবারও পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো বর্ধমান আরামবাগ রুটের সেহারাবাজার শ্রীধর বাসস্ট্যান্ড। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেলো মামা সহ ভাগ্নির।রায়নার আওসারা থেকে খণ্ডঘোষের সাধন পুর যাওয়ার পথে একটি খড় বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় মামা ভাগ্নির। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘাতক ওই খড় বোঝাই লরির চালক মদ্যপ অবস্থায় থাকার দরুন ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায় ঘটনায় মৃত মামার নাম সেখ রহমত আলী (২৫), এবং ভাগ্নি সুলতানা (৫)। এই ঘটনায় দুজন ব্যাক্তির আহত হবার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সি আই (সি ) সঞ্জয় কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দ্রুততার সাথে আহত ব্যাক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
No comments