Recent comments

ads header

Breaking News

আমফানের জেরে বিপুল ক্ষতির মুখে আম চাষীরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আম্ফানের জেরে একেবারে ন্যাজেহাল অবস্থায় আম চাষীরা। গাছে গাছে ঝুলছিলো আম, সেই সাথে চাষীদের স্বপ্ন। কিন্তু আম চাষীদের সেই স্বপ্নে আঘাত করেছে ঘূর্ণিঝড় আম্ফান। করোনা ভাইরাস মহামারীর কারণে এমনিতেই হতাশ চাষীরা, তার উপর দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। লাভ বেশি হওয়ায় আম চাষের দিকে ঝুঁকেছিলেন আম চাষীরা। কিন্তু প্রকৃতির তান্ডবে এবছর সব এলোমেলো হয়ে গেছে। থোকায় থোকায় থাকা আম তো ঝোরে পড়েছিলই, সাথে সাথে বহু পুরোনো আম গাছগুলিও ব্যাপক হারে মূল সমেত ভেঙে পড়েছে। আম্ফানের দ্বারা ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি আমবাগানের চিত্র দেখা গেলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বদরে। প্রায় ৮ বিঘা জমি জুড়ে ছিল আমের চাষ এমনটাই জানালেন ক্ষতিগ্রস্ত আম চাষী গিয়াসুদ্দিন মন্ডল। জানা যায় তিনি ৮ বিঘা জমিতে করেছিলেন বিভিন্ন প্রজাতির আম চাষ। যেমন ল্যাংড়া, হিমসাগর, ছড়িখার প্রভৃতি। কিন্তু শেষ রক্ষা করতে না পাড়ায় দুঃখে ভেঙে পড়েন আম চাষী গিয়াসুদ্দিন মন্ডল। বহু টাকার ক্ষতির সম্মুখীন বলে জানান তিনি।

No comments