পূর্ব বর্ধমানের গলসি জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় পাঠানো হল ট্রাক ভর্তি চাল
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের, গলসি শাখার জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায়, গলসি থেকে এক ট্রাক চাল পাঠানো হল কলকাতা সহ দুই ২৪পরগনা । রাজ্যে করোনা ও আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে আজ ওই ত্রান রাজ্য জমিয়তের দপ্তরে পাঠান তারা। জানা যায়, সাত টন চাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার কিছু জায়গার দূর্গত মানুষদের সাহায্যর্থে পাঠিয়েছেন তারা। রবিবার সকালে থেকেই জমিয়ত সদস্যরা নিজেরাই মাথায় চালের বস্তা তুলে ট্রাকে লোড দিলেন। তারপর কয়েকজন সদস্য সেই চালভর্তি ট্রাক নিয়ে রওনা দিলেন গন্তব্যে।
পাশাপাশি জানা গেছে জমিয়ত একটি অরাজনৈতিক সংগঠন। যার সৈনিকরা স্বাধীনতার আগে থেকেই দেশের মানুষের জন্য কাজ করছেন। এখানে কোন দিন কোন জাত, ধর্ম, রাজনৈতিক রং বিচার করে কাজ করা হয় না। সম্প্রীতি ভালবাসা দিয়ে মানব জাতির দুর্দিনে পাশে থাকায় জমিয়তের আসল উদ্দ্যেশ্য। তবে এর পরই তারা আদিবাসীদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন জমিয়তের কর্মকর্তারা। পাশাপাশি দূঃস্থদের পাশে লাগাতার এমন সহযোগিতা করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন দেশ ব্যাপি, বলে জানান । তারা বলেন, নিজেদের সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন তাদের ওই চাল সাহায্য করেছেন।
No comments