খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রামে প্রায় ৪০০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হল ধানের বীজ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রামে প্রায় ৪০০ জন কৃষকদের প্রদান করা হলো খাস ধানের বীজ।
এই ধানের বীজ প্রদান করা হলো কৈড়র গ্রাম সখা সমবায় সমিতির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ সহ কৃষি অধিকর্তা এবং পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দরা। জানা যায় এদিন প্রায় প্রতিজনকে ৪কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। সামাজিক দূরত্ব মেনেই বিলি করা হয় ধানের বীজ।
এবার কৃষকদের অবস্থা খুবই শোচনীয়, তাঁদের কথা ভেবে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। চাষীদের কথা মাথায় রেখেই ধানের বীজ তুলে দেওয়া হচ্ছে দক্ষিণ দামোদর এলাকার, বিভিন্ন গ্রামের কৃষকদের।
No comments