গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজুর কমিটির কর্মীসভা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজুর কমিটির কর্মীসভা। রবিবার এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর দেবীকোট ভবনে।
উপস্থিত ছিলেন জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আবু হায়দার সরকার,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি গৌতম দাস,INTTUC জেলা সভাপতি মজুরুদ্দিন মন্ডল,জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিজ্ঞা,গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন,গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পন্ডিত সহ আরো অনেকে।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী ও মজবুত করতে উদ্যোগী হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। লকডাউন কিছুটা শিথিল হতেই গত ১০ই জুন জেলার প্রথম সারির তৃণমূল নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক সেরেছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ। এরপরে তৃণমূল কংগ্রেসের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে করা হচ্ছে সাংগঠনিক কর্মীসভা। সেই মতো রবিবার জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে। এদিনের কর্মীসভা থেকে জেলার কৃষকদের কিভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়. এর পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কৃষিকাজের সাথে যুক্ত করে কিভাবে তাদের সাবলম্বী করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয় এদিন
বাইট গোতম দাস (বিধায়ক )আবু হায়দার সরকার (সভাপতি জেলা কিষান ক্ষেতমজুর কমিটি).
No comments