দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: ফের দক্ষিন দিনাজপুরে মিলল করোনা রোগীর সন্ধান। ফের নতুন করে ৭ জন করোনা আক্রান্তের হদিস মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। আক্রান্তদের বাড়ি বংশীহারী ও হরিরামপুর ব্লকে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।বংশীহারীর ছয় জন ও হরিরামপুরের এক জন। আক্রন্তরা সকলে পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এদিনের ৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২ জন। এর আগে জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৪২ জনই সুস্থ হয়ে গিয়েছেন। এদিন বিকেলে মালদা মেডিক্যাল কলেজ থেকে ওই সাতজনের কোভিড পজেটিভ হবার খবর মিলেছে। নতুন আক্রান্তদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে অবশ্য এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
No comments