Recent comments

ads header

Breaking News

পরিবহন শ্রমিকদের একাধিক দাবি নিয়ে উত্তর ২৪ পরগনার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল বাম নেতৃত্ব

সৌভিক সরকার, নিউজ অনলাইন: "লকডাউন যদি পেটে হয়ে যায়,  খেতে না পায় শ্রমজীবী  মানুষ তখন প্রত্যাঘাতের রাস্তায় যেতে হবে, " উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে বৃহস্পতিবার স্মারকলিপি পেশ করে লক ডাউনে দুর্দশাগ্রস্থ পরিবহন শ্রমিকদের হয়ে সুর চড়ালেন বামপন্থী নেতৃত্ব।  ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন কমিটির তরফে পরিবহন শ্রমিকদের হয়ে  একগুচ্ছ দাবী দাওয়া পেশ করে বামনেত্রী গার্গী চ্যাটার্জী জানান,অতিরিক্ত  জেলাশাসকের সাথে সাক্ষাৎকার সৌজন্যপূর্ণ ও সন্তোষমুলক হলেও তাঁরা জানেন  জেলাশাসকের পক্ষে শ্রমিকদের সব দাবীর সমাধান সম্ভবপর নয়।স্মারকলিপিতে শ্রমিক সংগঠন কর্তৃক উল্লিখিত  প্রত্যেক পরিবহন শ্রমিকের পরিবারকে ন্যূনতম পাঁচহাজার টাকা দেওয়ার দাবী সহ বিভিন্ন দাবী জেলাশাসকের পক্ষে কার্যকর করা সম্ভবপর না হলেও একে প্রশাসন ও কেন্দ্র এবং রাজ্যের কাছে বার্তা বলেই উল্লেখ করেছেন বামনেতৃত্ব। তবে জেলার বিভিন্ন পরিবহন কেন্দ্রের স্ট্যান্ড গুলি স্যানিটাইজ  জেলা প্রশাসন  করবে বলে বাম নেতৃত্বকে আশ্বস্ত করেন অতিরিক্ত জেলাশাসক  । এদিন পরিবহন শ্রমিকদের হয়ে গার্গী চ্যাটার্জী, শংকর বোস সহ  পাঁচজনের প্রতিনিধিদল জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে জানান দাবী দাওয়া না মানা হলে সর্বাত্মক আইন অমান্য করার রাস্তায় হাঁটা হবে।  আগামী তিন তারিখ সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন করা হবে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।।

No comments