পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার প্রসঙ্গে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন ভারতী ঘোষ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভগবানপুর ১ ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এ ডেপুটেশাসন চলাকালীন বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার ঘটনায় ভগবানপুর গ্রামীন হাসপাতাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রেফার হয় ভগবানপুর ১ পশ্চিম মন্ডলের সভাপতি স্বপন প্রধান সহ বাকিদের দেখতে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভারতী ঘোষ।এদিন আহতদের তমলুক জেলা হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন।এরপর তমলুকে একটি সাংবাদিক বৈঠক করেন।সেখানে তৃনমূল জামানায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন।এদিন ভারতী ঘোষ অভিযোগ করেন,পুলিশের উপস্থিতিতে ও তৃনমূল আশ্রিত দূষ্কৃতিরা বিজেপি কর্মীদের ভগবানপুরের শিমূলিয়ায় আক্রমন করে।এখনও অভিযুক্তরা বেমালুম ঘুরে বেড়াচ্ছে।এদিন পুলিশি ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন ভারতী ঘোষ।
No comments