Recent comments

ads header

Breaking News

বারাসাতে বেসরকারি স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব স্কুলেরই শিক্ষকরা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বারাসতের নারায়ণা স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে স্কুলের শিক্ষকরা।স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষকরা।অভিযোগ স্কুলের শিক্ষকদের বাচ্চাদের পড়শোনা বাদ দিয়ে কে কত ভাল এডমিশন আনতে পারে সেই দিকে নজর কর্তৃপক্ষের। শিক্ষকদের মাসিক বেতনের ৩০ শতাংশ দেওয়া হচ্ছে বলে দাবি।পাশাপাশি কর্তৃপক্ষ দক্ষিণ ভারতের হওয়ায় বাঙালিদের খাটো করে দেখা হয় বলে অভিযোগ তোলে শিক্ষকরা।শুধু তাই নয় দক্ষিণ ভারতীয় কর্মীদের মাইনে লক্ষাধিক টাকা সেখানে প্রকৃত যারা ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করছে তাদের সেভাবে পারিশ্রমিক দেওয়া হয় না বলে দাবি।এই কারণে বাধ্য হয়েই পথে নামে স্কুলের শিক্ষকদের একাংশ।তাদের নূন্যতম এই দাবি যদি না মানা হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাভে বলে জানান।তবে স্কুল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

No comments