জলদাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একটি হাতি
নিউজ অনলাইন: মর্মান্তিক পরিনতির শিকার এক মধ্য বয়সী মাদি হাতি।বুধবার ভোরে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন পূর্ব মাদারিহাটের জনৈক মনোজিত বর্মণের সুপারি বাগানে আসে একটি বুনো হাতির দল। এই হাতির দলে প্রায় ২৫ টি হাতি ছিল ।।হাতির দলটি এলাকায় প্রবেশ করে একের পর এক সুপারি গাছ ভাঙতে শুরু করে হাতির দলটি।আচমকাই সংলগ্ন এলাকার একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর পড়লে, তার ছিঁড়ে যায়।ওই তার হাতিটির দেহে জড়িয়ে যেতেই তড়িদাহত হয় বুনো হাতিটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হাতির।খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা পূর্ব মাদারিহাটে গিয়ে ওই হাতির মৃত্যুর তদন্ত শুরু করেছেন।গ্রামবাসীরা স্বচেষ্ট না হলে আরও বড় বিপদ ঘটতে পারতো।কারন ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তীব্র চিৎকারে হাতিটির মৃত্যুর পর, তাঁরাই বিপদ আঁচ করে পুরো দলটিকে অন্য জায়গায় তাড়িয়ে দেন, না হলে ওই তারে জড়িয়ে দলের অন্যান্য হাতিদের মৃত্যুর আশঙ্কা ছিল।
No comments