জামালপুর ১নং গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হল শীতল পানীয় জলের প্রকল্প
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের জামালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের চতুর্দশ অর্থ কমিশনের পরিকল্পনায় একটি শীতল পানীয় জলের প্রকল্প রূপায়িত হলো। প্রকল্পের উদ্বোধন হয় ২৩-০৬-২০২০ তারিখের বৈকাল ৩ ঘটিকায়। শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন, জামালপুর পঞ্চায়েতের সমিতির সভাপতি মেহেমুদ খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভোদক মেহেমুদ খান ছাড়াও জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শুভঙ্কর মজুমদার, জামালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মদক্ষ ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান,, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই প্রকল্প বাস্তবায়িত হয়, সাড়ে তিন লক্ষ টাকা ব্যায়ে, জামালপুর বারোয়ারি হাটতলায় প্রকল্পের আজ উদ্বোধন করা হলো"।
No comments