জামালপুর ১নম্বর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হল শীতল পানীয় জলের প্রকল্প
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ১নম্বর গ্রাম পঞ্চায়েতে 16 ই জুন অর্থাৎ মঙ্গলবার একটি শীতল পানীয় জল প্রকল্পের রূপায়ন করা হলো। এই প্রকল্পের উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শুভঙ্কর মজুমদার জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প টি রূপায়িত করা হলো। এই উদ্যোগে খুশি জামালপুরে স্থানীয় এলাকাবাসী।
No comments